homeopathy for hormone


হরমোন কি

হরমোন হলো অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থ। আমাদের দেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় । এরপর তা রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ও জৈবিক ক্রিয়া-কলাপ নিয়ন্ত্রণ করে। 
 
প্রধান প্রধান হরমোনগুলো হলো -
১! থাইরক্সিন
২! ইস্ট্রোজেন
৩! প্রোজেস্টেরন
৪! টেস্টোস্টেরন 
 

হরমোনের সমস্যা হলে কি হয়

এইসব হরমোনের ক্ষরণ স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে দেহে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। 

 Hormonal imbalance treatment

 

মহিলাদের দেহে সৃষ্ট সমস্যা :

i) অনিয়মিত মাসিক
ii) ব্রণ
iii) মুখমন্ডলে চুল গজানো
iv) বন্ধ্যাত্ব
v) প্রিমিনস্ট্রুয়াল সিনড্রোম
v) মেনোপজাল সিনড্রোম, ইত্যাদি 
 

পুরুষদের দেহে সৃষ্ট সমস্যা :

i) উত্থানের সমস্যা
i) বন্ধ্যাত্ব
iii) যৌন দুর্বলতা
iv) স্তন বড় হওয়া (Gynecomastia)
v) বিষন্নতা
vi) পেশীর শক্তি হ্রাস
vii) হাড়ের ঘনত্ব কমে যাওয়া
viii) চুল পড়ে যাওয়া
ix) শারীরিক শক্তি কমে যাওয়া , ইত্যাদি 
 

 হরমোনের হোমিও চিকিৎসা

হোমিওপ্যাথিক চিকিৎসায় দেহে হরমোনের বিশৃংখলা দূর হয় । এর জন্য প্রচুর সংখ্যক মানসম্মত ঔষধ রয়েছে। যেমন - Acid phos, Agnus cast, caladium, calcarea carb, Cistus can, conium, Ignatia, Iodium, Lachesis, Lycopodium, Natrum mure, Nuphar luteum, Pulsatilla, Selenium, Sepia ইত্যাদি।

 

হরমোনের সমস্যা সমাধান

যোগ্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর মানসিক, সার্বদৈহিক ও আঙ্গিক লক্ষণ পর্যবেক্ষণ করে তার জন্য সঠিক ঔষধ নির্বাচন করে সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করেন। তখন হরমোন গ্রন্থি গুলো যথাযথ পরিমাণে হরমোন নিঃসরণ করে। দেহে হরমোনের ভারসাম্য ফিরে আসে। ফলে হরমোনের বিশৃংখলায় উৎপন্ন সমস্যাগুলোর‌ও সমাধান হয়ে যায়।


আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall