Great Samuel Hahnemann - father of homeopathy

হ্যানিম্যান : মানবকল্যাণে এক নিবেদিত প্রাণ

 

হ্যানিম্যান কত সালে জন্মগ্রহণ করেন ? 

হ্যানিম্যান ১০ এপ্রিল ১৭৫৫ সালে জন্মগ্রহণ করেন।

 
  বিশ্বখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান ১৭৯৬ সালে সবচেয়ে নিরাপদ চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি আবিষ্কার করেন।

কেন করলেন ? তিনিতো ছিলেন এলোপেথিক চিকিৎসক। তিনি ছিলেন তৎকালিন পৃথিবীর শীর্ষস্থানীয়। তারপরও মানব জাতির প্রকৃত কল্যান কামনায় আবিষ্কার করলেন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি- হোমিওপ্যাথি ।


তিনি ছিলেন প্রকৃত মানবকল্যাণে নিবেদিত প্রাণ। তিনি নিজের শরীরে শতাধিক ঔষধ পরীক্ষা করেছিলেন।‌ বিরোধীদের সকল জুলুম নির্যাতন সহ্য করে নিজের জীবন বাজী রেখে আবিষ্কার করলেন প্রকৃত চিকিৎসার এই পদ্ধতি ; যে পদ্ধতিতে মানুষ আসলেই যেকোন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারে।


মানবকল্যাণে তার অবদানের জন্য মানবজাতি তার কাছে চির‌ঋনী থাকবে। 
 

হ্যানিম্যান কত সালে মৃত্যুবরণ করেন ? 

হ্যানিম্যান মৃত্যুবরণ করেন ২ জুলাই ১৮৪৩ সালে ।

 

 হ্যানিম্যান এর জীবনী

 Samuel Hahnemann homeopathy 

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall