Wonderful Homeopathy

 হোমিওপ্যাথি : এক বিস্ময়কর সুন্দর চিকিৎসা পদ্ধতি

হোমিওপ্যাথি মানবকল্যানমুখী এক আদর্শ চিকিৎসা পদ্ধতি । ইহার একটি নিজস্ব দর্শন আছে । প্রাকৃতিক বিজ্ঞানের চিরন্তন বিধানসমূহের উপর ইহার প্রতিটি নীতি সুপ্রতিষ্ঠিত ।
বিশ্বখ্যাত জার্মান চিকিৎসা-বিজ্ঞানী মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান ১৭৯৬ সালে এই বৈপ্লবিক চিকিৎসা পদ্ধতির প্রবর্তন করেন । এই পদ্ধতি প্রচলিত সমস্ত চিকিৎসা-পদ্ধতি থেকে নীতি ও প্রয়োগ-পদ্ধতিতে সম্পূর্ন স্বতন্ত্র । 

হোমিওপ্যাথি চিকিৎসা

রোগাক্রান্ত অসুস্থ মানুষ রোগমুক্ত হওয়ার আশায় কত কিছু করে । বিভিন্ন চিকিৎসা পদ্ধতির নানা রকম ওষুধ সেবন করে । অধিকাংশ সময়ই মানুষ কেবল সাময়িক কিছুটা শান্তি লাভ করে । প্রকৃত পক্ষে রোগী স্থায়ীভাবে সুস্থ হয় না । রোগ আবার পূর্বের মতই অথবা আরও জটিল আকার ধারন করে ফিরে ফিরে আসে । 

হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি 


সূক্ষমাত্রার শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধ রোগকে চাপা দেয়না , বরং নির্মূল করে ; সাময়িকভাবে উপসম করে না , বরং স্থায়ীভাবে আরোগ্য করে । এর জন্য দরকার প্রকৃত হোমিওপ্যাথি বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি।
সমস্যা হলো, মানুষ প্রথমে হোমিওপ্যাথক চিকিৎসা গ্রহন করে না । প্রায়ই দেখা যায়, সব চেষ্টা শেষ করে ব্যর্থ হয়ে, নিরুপায় হয়ে, রোগকে আরো জটিল করে মৃতপ্রায় আবস্থায় আসে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে । অথচ যদি রোগাক্রান্ত হয়ে শুরুতেই সে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহন করত, তাহলে সহজেই সুস্থ হয়ে যেত ।

সমাজের বহু মানুষ আজও হোমিওপ্যাথি সম্পর্কে জানেই না । মানবকল্যানমুখী এ চিকিৎসা পদ্ধতিটি যে কত উপকার করতে পারে, সে সম্পর্কে অনেক মানুষের কোন ধারনাই নাই । 
 

এইজন্য সকলের কাছে আমার পরামর্শ, নিজের এবং পরিবারের সদস্যদের সুস্বাস্থ্যের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। এই লক্ষ্যে একজন যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক খুজে বের করুন। 

আপনার জন্য রইল আমার শুভকামনা ।

বিস্তারিত এই ভিডিওতে: 





আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall