homeopathy for Fish bone stuck in throat

how to get rid of fish bone stuck in throat  

 গলায় কাঁটা নামানোর উপায়

     মাছ একটি আমিষ সমৃদ্ধ পুষ্টিকর খাবার। আমরা অনেকেই মাছ খেতে পছন্দ করি। 

    কিন্তু অনিচ্ছাকৃতভাবে অনেক সময়‌ আমাদের গলায় মাছের কাঁটা আটকে যায়। আমরা যথেষ্ট অসুবিধায় পড়ে যাই। কি করবো, কিভাবে মাছের কাঁটা বের করবো, এই নিয়ে অস্থির হয় পড়ি। 

মাছের কাঁটা নামানোর উপায়

আপনার গলায় মাছের কাঁটা আটকে গেছে ?
তাহলে টের পাওয়ার সাথে সাথে থামুন, আর খাবেন না। মুখের খাবার গুলোও ফেলে দিন। খকখক করে কাটা বের করার চেষ্টা করুন। 
 

শুকনা ভাত, কলা ইত্যাদি গিলে কাঁটা পেটের ভিতরে নেওয়ার চেষ্টা ক‌রবেন না। এতে কাঁটা আর‌ও শক্তভাবে গলায় আটকে যাবে। 

মাছের কাটা বের করার উপায়  

গলায় কাটা নামানোর দোয়া 

 
টের পাওয়ার সাথে সাথে খকখক করে যদি কাটা বের না হয়, তাহলে দোয়া পড়তে থাকুন আর ঢোক গিলতে থাকুন। সেই সাথে গলায় উপর থেকে নিচের দিকে হাত বুলাতে থাকুন। 
 

 গলায় কাটা নামানোর দোয়া -

ফালাওলা ইযা বালাগাতিল হুলকুম  
 
 

 গলায় কাঁটা ফুটলে হোমিওপ্যাথি ঔষধ 

 
এরপর‌ও যদি কাঁটা বের না হয়, তাহলে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে সোজা একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে দেখা করুন। হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে অপেক্ষা করুন। ইনশাআল্লাহ কাঁটা বের হয়ে যাবে। 

গলায় মাছের কাঁটা বিধলে করনীয়


হোমিওপ্যাথিক ঔষধ Anagalis এবং Silicea গলার কাঁটা বের করতে চমৎকার কাজ করে।

গলায় মাছের কাঁটা ফুটলে হোমিও ঔষধ

গলায় মাছের কাঁটা হোমিও

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 

#classicalhomeohall