healthcare helpline

হোমিওপ্যাথিক চিকিৎসার কৌশল 

”আমি আর রোগ যন্ত্রনা সহ্য করতে পারছি না, আমাকে বাচান।”-একজন রুগ্ন মানুষই আর্তকন্ঠে চিকিৎসকের কাছে এই আকুল আবেদন জানায় । আর তাই এই রুগ্ন মানুষই হোমিওপ্যাথিক চিকিৎসার কেন্দ্র বিন্দু । 
 
মানুষ বলতে শুধু তার মাথা, হাত, পা ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গ বুঝায় না । মানুষ বলতে একজন পূর্নাঙ্গ মানুষকেই বুঝায়, যার রক্ত-মাংসের দেহ আছে, দেহে প্রান আছে, মন আছে ; যার আনুভূতি ও চিন্তাশক্তি আছে ; আছে সাধ-আহ্লাদ, ইচ্ছা-অনিচ্ছা । 

 Homeopathic system of medicine

 
মানুষ যখন অসুস্থ হয়, তখন এই সম্পূর্ন মানুষটিই অসুস্থ হয় । তার দেহের অঙ্গ-প্রত্যঙ্গের সাম্যাবস্থা বিনষ্ট হয় । তার মনের ভাললাগা-বোধ নষ্ট হয়ে যায় । তার আর কিছুই ভাল লাগে না । 
 
এইজন্য আমরা যদি অসুস্থতার প্রকৃত ও পূর্ন চিত্র পেতে চাই, তাহলে কেবল রোগীর প্রধান সমস্যাকে বিবেচনা করলেই চলবেনা ; বরং বিবেচনা করতে হবে দেহের সব অঙ্গের লক্ষনগুলো ; সেই সাথে মনের লক্ষনগুলোও । 

 Homeopathy treatment system

একজন সুদক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন এবং একজন পূর্নাঙ্গ মানুষ রোগীর চিকিৎসা করেন । তিনি হোমিওপ্যাথির সুনির্দিষ্ট নীতি অনুসরন করে সকল কষ্ট দূর করার জন্য রোগীকে একটিমাত্র ঔষধ সূক্ষমাত্রায় প্রয়োগ করেন। মাথার জন্য একটি, চোখের জন্য একটি, পেটের জন্য একটি - এভাবে কখনোই নয়।
 
 
সুনির্বাচিত একটি মাত্র ঔষধ রোগীদেহে সামগ্রীকভাবে কাজ করে এবং তার সমস্ত কষ্টগুলো অপসারন করে । এর ফলে রোগীর দেহতন্ত্রে শৃঙ্খলা ফিরে আসে । রোগীর ভাললাগা-বোধ আবার জাগ্রত হয় । সে তার পূর্বস্বাস্থ্য ফিরে পায়।

 homeopathy treatment process

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall