Alopecia Homeopathic treatment 

     টাক বলতে চুলের অভাবকে বোঝায়। মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক প্রকাশ পায়। 

       টাক হলো এমন একটি অবস্থা যেখানে মাথার চুল প্রচুর পরিমানে পড়ে যায় এবং মাথার ত্বক পরিষ্কারভাবে দেখা যায়। 

 

টাক পড়ার কারণ

 বিভিন্ন কারণে টাক পড়তে পারে। যেমন - 

১/ বংশের ধারার কারনে অনেকের টাক পড়ে

 ২/ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

 ৩/ চর্ম রোগ

৪/ মানসিক চাপ

৫/ শরীরে বড় ধরনের কোন আঘাত

৬/ রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়া 

৭/ দেহে হরমোনের বিশৃঙ্খলা। ইত্যাদি

 
 

টাক মাথায় চুল গজানোর হোমিও ঔষধ 

 
  টাক মাথায় চুল গজানোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে অনেকগুলো চমৎকার ওষুধ আছে। যেমন - 
Anacardium, Apis mel, Arsenic alb, Baryta carb, Calc carb, Fluoric acid, Hepar sulp, Graphites, Iodium, Kali carb, Kali sulp, Natrum mure , Phosphorus, Psorinun, Selenium, Sepia, Silicea, Thuja, Tuberculinum, Zincum met ইত্যাদি 
 
একজন যোগ্য প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর সার্বিক লক্ষণ বিবেচনা করে একটিমাত্র শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করে সূক্ষ্ণ মাত্রায় প্রয়োগ করেন। এর ফলে রোগী সুস্থ হয়। তার অতিরিক্ত চুল পড়া বন্ধ হয় এবং নতুন করে চুল গজায়। 
 

টাকের হোমিওপ্যাথিক চিকিৎসা

 
বিশ্বাস করতে কষ্ট হয় ?
জি এটাই বাস্তব।
কিভাবে সম্ভব !
সে কথাই আজকে বলবো।
আমার ছাত্র। নাম আব্দুস সালাম। এখন সে চীনে পড়াশোনা করছে। আমার কলেজে পড়ার সময় তার মাথায় তিন জায়গার চুল পড়ে টাক সৃষ্টি হয়। জায়গাগুলো গোল আকৃতির । সেখানে চামড়া চকচক করছিল। আমি প্রথমে রোগের লক্ষণ এবং তারপরে রোগীর লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলাম।

 Alopecia homeopathy treatment

 
 তার কালো চুল ও কালো চোখ
হ্যাংলা পাতলা শরীর
গরম সহ্য হয় না
পিপাসা বেশি
প্রচন্ড খিদে এবং খায়‌ও প্রচুর
কিন্তু স্বাস্থ্য হয় না
থাইরয়েড গ্রন্থি ফুলে আছে
আমি তাকে Iodium 1M দিলাম। দুই সপ্তার মধ্যে তার টাকের যায়গায় চুল গজানো শুরু হয়। এর এক মাস পর আরেকবার 1M এবং দুই মাস পর 10M দিয়েছিলাম। এতেই সে টাক থেকে পুরোপুরি মুক্তি লাভ করে।
আমার এক ছাত্রের মায়ের মাথায় টাক এর জন্য লক্ষন অনুযায়ী Selenium দিয়েছিলাম। তিনি মাত্র একবারের ওষুধেই আরোগ্য লাভ করেছিলেন। 

 টাক সমস্যার সমাধান

রোগীর লক্ষনসমষ্টি অনুসারে নির্বাচিত একটি মাত্র সদৃশ ওষুধ সূক্ষ্মমাত্রায় প্রয়োগে রোগীর মাথায় টাকের যায়গায় আবার চুল গজায়। এ কথা শুধু তাত্ত্বিক নয় বরং বাস্তব।

Alopecia homeopathy medicine

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall