homeopathy course in Bangladesh

হোমিওপ্যাথি চিকিৎসা কোর্স

 হোমিও কোর্স সমূহ

বাংলাদেশে হোমিওপ্যাথি শিক্ষা কার্যক্রমে সরকারিভাবে স্বীকৃত দুটি কোর্স চালু আছে।

1. হোমিওপ্যাথি ডিগ্রী কোর্স (BHMS)

2. হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্স (DHMS)


হোমিওপ্যাথি কোর্স কোথায় করা যায়

BHMS কোর্স করা যায় দুটি কলেজে।

১. সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে

২. বাংলাদেশে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে

আর DHMS কোর্স করা যায় দেশের সকল বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গুলোতে ।


1. BHMS কোর্স কারিকুলাম

 # Full form of BHMS course

BHMS এর পূর্ণরূপ হলো- Bachelor of Homeopathic Medicine and Surgery

এটি ডিগ্রী কোর্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন  অনুষদের অধীনে এই কোর্স চালু আছে বর্তমানে দুইটি কলেজে। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে।  


 দেখুন : হোমিও কলেজের তালিকা  

 

BHMS কোর্সে ভর্তির যোগ্যতা

এসএসসি+এইচএসসি জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম  জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩.৫ ও এসএসসি এইচএসসি এর মধ্যে সর্বোচ্চ ১ বছরের স্টাডি গ্যাপ।

শর্ত পূরন হলে ভর্তি ফর্ম উঠাতে পারবে।

এরপর ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা অনুসারে ৫০ জন সরকারি মেডিকেল এবং ৫০ জন বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে। 

 

BHMS কোর্সের পড়াশোনা


পাঁচ বছরের একাডেমিক পড়াশোনা এবং এক বছরের ইন্টার্নি । পরীক্ষা হয় চারটি ।

প্রথম প্রফেশনাল পরীক্ষা দ্বিতীয় বর্ষে (১২০০ নাম্বার)
বিষয় সমূহ :
1. Anatomy
2. Physiology
3. Material Medica and tissue remedy
4. Homeopathic pharmacy
5. Organon of medicine

দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা তৃতীয় বর্ষে  (৯৫০ নম্বর)
বিষয় সমূহ :
1. Pathology
2. Community medicine
3. Forensic medicine
4. Materia medica
5. Organon of medicine

তৃতীয় প্রফেশনাল পরীক্ষা চতুর্থ বর্ষে (১০৫০ নম্বর)
বিষয় সমূহ :
1. Gynecology
2. Obstetrics
3.  Message America
4.  Practice of homeopathic medicine
5.  Organon of medicine

চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা শেষ বর্ষে (৯৫০ নম্বর)
বিষয় সমূহ :
1. Surgery
2. Psychology
3. Materia medica
4. Physiology and principle of homeopathy
5. Chronic disease
6. Case taking and repertory 


আর‌ও পড়ুন : হোমিও চিকিৎসা শেখার সহজ উপায়


2. DHMS কোর্স কারিকুলাম 


 # Full form of DHMS course

DHMS এর পূর্ণরূপ হলো- Diploma in Homeopathic Medicine and Surgery 


এটি ডিপ্লোমা কোর্স । এই কোর্স বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে দেশের ৬৫ টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চালু আছে।  


 দেখুন : হোমিও কলেজের তালিকা     

      

     DHMS কোর্সে ভর্তির যোগ্যতা

 DHMS কোর্সে ভর্তির জন্য শর্ত হলো যেকোন বোর্ড থেকে যেকোন  বিভাগে SSC বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। 


 DHMS কোর্সের পড়াশোনা

চার বছরের একাডেমিক পড়াশোনার শেষে ৬ মাসের ইন্টার্নি । প্রতি শিক্ষা বর্ষের শেষে পরীক্ষা হয়। 


আর‌ও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা ব‌ই


DHMS 1st year

 বিষয় সমূহ :

১. প্রিন্সিপল অব হোমিওপ্যাথি
২. অর্গানন অব মেডিসিন(সূত্র 1-82)
৩. মেটেরিয়া মেডিকা
৪. বায়োলজি
৫. ফিজিক্স এন্ড কেমিস্ট্রি


DHMS 2nd year

 বিষয় সমূহ :

১.  অর্গানন অব মেডিসিন( সূত্র 83-171)
২. মেটেরিয়া মেডিকা ও টিস্যু রিমেডিজ
৩. হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া
৪. হাইজিন এন্ড পাবলিক হেলথ
৫. ফিজিওলজি
৬. এনাটমি


DHMS 3rd year

 বিষয় সমূহ :

১. অর্গানন অব মেডিসিন (সূত্র ১৭২- ২৯১)
২. মেটেরিয়া মেডিকা
৩. হোমিওপ্যাথিক ফিলসফি
৪. প্রাকটিস অব মেডিসিন
৫. অবস্টেট্রিক্স এন্ড গাইনিকোলজি
৬. প্যাথলজি


DHMS 4th year

 বিষয় সমূহ :

১. মেটেরিয়া মেডিকা
২. ক্রনিক ডিজিজ
৩. কেইস টেকিং এন্ড রেপার্টরি
৪. প্র্যাকটিস অব মেডিসিন
৫. মেডিকেল জুরিসপ্রুডেন্স
৬. সার্জারি

Homeopathic course in Bangladesh

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall