desired treatment
#classicalhomeohall

 কা‌ঙ্খিত চিকিৎসা


   এক মেয়ের ঠোটের মধ্যে টিউমার হয়েছিল, ঠোঁটের ভিতরের দিকে। শহরের পরিচিত একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে অনেক দিন ওষুধ খেয়েছিল। কিন্তু উপকার হয় নাই। পরে গিয়েছিলেন এলোপ্যাথিক ডাক্তারের কাছে। ওনাদের কাছে টিউমার ভালো করার কোন ওষুধ নেই। তাই বাধ্য হয়ে হাসপাতালে অপারেশন করেছিল । টিউমার কেটে ফেলে দিয়েছিল। কিন্তু কিছুদিন পরেই আবার সে টিউমার হাজির। আগের থেকেও বড়। সবশেষে আমার কাছে এসেছিল। মাত্র দুইবার ওষুধ খেয়ে, দুই মাসে তার সম্পূর্ণ টিউমার ভালো হয়ে গিয়েছিল। 

How to choose a homeopathic remedy


   আমাদের মনে রাখতে হবে, হোমিওপ্যাথির হাজারো ওষুধের মধ্যে  রোগীর লক্ষণ সমষ্টি অনুসারে যেই ওষুধটি দরকার,  সেটি নির্বাচন করতে ব্যর্থ হলে, কাঙ্ক্ষিত উপকার হয় না। 


কোন প্রানী কামড় দিলে, তার বিষক্রিয়া থেকে বাঁচার জন্য আমাদের একটি অত্যন্ত কার্যকরী ওষুধ আছে । নাম তার Ledum.

 
      আমি এই রোগীর জন্য একটি কার্যকরী ওষুধ নির্বাচনের লক্ষ্যে তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করলাম। কখন কিভাবে ঠোঁটের ভিতরের দিকে টিউমার হল, সেই ইতিহাস জানতে গিয়ে জানতে পারলাম, সেখানে সে নিজের দাঁতের কামড় খেয়েছিল। এরপর থেকেই সেখানে আস্তে আস্তে এই টিউমার সৃষ্টি হয়।


     সে ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর দাঁতের অধিকারী। কে জানত, সেই দাঁত থেকেই তার এই অবস্থা ! আমি সেই দাঁতের কামড়ের বিষক্রিয়া থেকে এই টিউমারের উৎপত্তি বিবেচনা করে, তাকে লিডাম উচ্চতর শক্তিতে প্রয়োগ করেছিলাম। আলহামদুলিল্লাহ, মাত্র দুইবারের ওষুধেই টিউমার সম্পূর্ণ চলে গিয়েছিল। 

Treatment guideline


       তাই কোন রোগের চিকিৎসার জন্য আপনি যে চিকিৎসকের কাছে গিয়েছেন, তিনি হয়তো সঠিক ওষুধটা নির্বাচন করতে পারেন নাই। এজন্য হতাশ হবেন না, ধৈর্য ধরুন। তাকে সঠিক ওষুধ নির্বাচনের জন্য সুযোগ দিন। তিনি ব্যর্থ হলে প্রয়োজনে আরেকজন যোগ্য বিজ্ঞ প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আশা করি আপনি কাঙ্ক্ষিত চিকিৎসা লাভ করবেন।

আপনার জন্য আমার শুভকামনা রইল।


আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall