homeopathy for bad smell

ঘামে দুর্গন্ধ হয় কেন

ঘাম এক প্রকার বর্ণহীন ও গন্ধহীন তরল পদার্থ।সব মানুষেরই কম-বেশি ঘাম হয় । কিন্তু কিছু মানুষের ঘাম হয় মাত্রাতিরিক্ত । আবার কিছু মানুষের ঘামে গন্ধ হয় এত বেশি যে, সহ্য করা যায় না । 
অতিরিক্ত ঘাম ব্যক্তির অসুস্থতার বহি:প্রকাশ । ঘামে জীবাণুর কারনে অতিরিক্ত এবং অসহ্য গন্ধ সৃষ্টি হয়। 
 

 ঘামের দুর্গন্ধ দূর করার উপায় 

 
আমাদের ত্বকের ভিতরে অবস্থিত লক্ষ লক্ষ ঘাম গ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়। যেহেতু ঘাম ভিতর থেকে আসে, সেহেতু ঘামের সমস্যার সমাধান‌ও ভিতর থেকেই করতে হবে। যদি ত্বকের বাহিরে কিছু প্রয়োগ করে অতিরিক্ত ঘাম বা ঘামের দুর্গন্ধ বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে আরও বড় ধরনের রোগ সৃষ্টি হবে। জীবন হবে ঝুকিপূর্ণ।  
 
 

ঘামের দুর্গন্ধ দূর করার হোমিও ঔষধ 

ঘামের দুর্গন্ধ দূর করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে অনেকগুলো চমৎকার ঔষধ রয়েছে। যেমন -  Arnica, Baryta mure, Carbo ani, Carboneum sulp, Graphites, Hepar sulp, Lycopodium, Merc sol, Nitric acid, Nux vom, Petroleum, Pulsatilla, Sepia, Silicea, Sulphur, Thuja. 
এগুলো হলো প্রথম গ্রেডের ঔষধ। এরপর দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের অনেক ঔষধ আছে। 
 
একজন যোগ্য বিজ্ঞ প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর মানসিক সার্বদৈহিক এবং আঙ্গিক সব লক্ষন  বিবেচনা করে একটিমাত্র শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করে সূক্ষ্ণ মাত্রায় প্রয়োগ করেন। ফলে রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করে এবং তার ঘামের অতিরিক্ত গন্ধ দূর হয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
 

 ঘামের দুর্গন্ধ দূর করার হোমিও চিকিৎসা

আমার ছাত্ররা তাদের ভিন্ন সমস্যার কথা আমার সাথে আলোচনা করে পরামর্শ নেয়। আজকে এক ছাত্রের কথা আপনাদের সাথে শেয়ার করবো। এখন সে মেডিকেল কলেজে পড়ে। হঠাৎ একদিন ফোন করে সে আমার চেম্বারে এলো। 
 
  আসুন আমরা তার কথাগুলো শুনি-
স্যার, আমার হোস্টেলের ছাত্ররা আমাকে রুম থেকে বের করে দিয়েছে। কেন? আমার পায়ের ঘামে এত বিশ্রী গন্ধ যে রুমে কেউ থাকতে পারে না। কলেজ ড্রেসের সাথে সু-মোজা পড়তে হয়। এগুলো খোলার পর যে গন্ধ বের হয়, তা সহ্য করার মতো না। 

 
মেডিকেলের ছাত্র হিসেবে আমাদের চিকিৎসার সব সুযোগ-সুবিধা রয়েছে। মেডিকেলের আমার শিক্ষক প্রফেসরগন আমার বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখলেন। সবাই বোর্ড বসিয়ে পরামর্শ করলেন। যত রকমের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, সব করালেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দীর্ঘদিন ঔষধ সেবন করলাম। কিন্তু কোন পরিবর্তন হলো না। শেষ পর্যন্ত তারা বললেন, আর কিছু করার নেই। 

আমি তাকে দেখে শুনে যা পেলাম -
১! সে ঠান্ডা সহ্য করতে পারে না
২! শীতকাল তার খুব কষ্টে কাটে
৩! পায়খানা অধিকাংশ সময়ই কষা থাকে
৪! তার হাত ও পা খুব ঠান্ডা থাকে
৫! হাতের তালু ও পায়ের তালু ঘামায়
৬! পায়ের ঘামে জুতা ভিজে যায়
৭! প্রায়‌ই জুতায় পা পিছলে যায় 
 
আমি তার জন্য Silicea নির্বাচন করলাম। প্রয়োগ করলাম দশ হাজার শক্তিতে। এক মাস পর জানাতে বললাম। 

 ঘামের দুর্গন্ধ কমানোর উপায়

তার ঘাম‌ও কমলো, দুর্গন্ধও দূর হলো। সে ছাত্র ঔষধের ক্রিয়ায় এত খুশি হলো যা বলে বোঝানো যাবে না। আল্লাহর নেয়ামতের শুকরিয়া অবশ্যই আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ

how to get rid of bad smell of sweat

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall