treat the patient

হোমিওপ্যাথি : রোগের নয় রোগীর চিকিৎসা

পৃথিবীর প্রতিটি মানুষই আলাদা। আর তাই কোন রোগেই সব রোগীর দেহে ও মনে এক‌ই রকম লক্ষন প্রকাশ পায় না। 
 
আপনি কোন রোগের কথা বলবেন? জ্বর, কাশি, ডায়রিয়া, আমাশয়, এলার্জি, IBS ইত্যাদি ইত্যাদি। এগুলোর কোনটিই সব মানুষে এক‌ই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে না। প্রত্যেকের দেহ ও মনে রোগের লক্ষন দেখা দেয় দেহের জীবনীশক্তি অনুসারে। 

Laws of homeopathy 

 
 
১! জ্বর আসে , কমে যায়, আবার আসে। জ্বরে প্রচন্ড উত্তাপ, মাথা ব্যথা এবং চোখ মুখ লাল ।
২! জ্বর, হাঁচি, কাশি। সারা শরীরে ব্যাথা। টিপে দিলে আরাম লাগে। চুপচাপ থাকতে পারে না। নড়াচড়া করলে ভালো লাগে। 
 
 
দুই জনের রোগের নাম‌ই জ্বর। কিন্তু বলেন এক‌ই ঔষধে কি এই দুই জনের চিকিৎসা হবে। নিশ্চয়ই হবে না। এটাই প্রকৃত সত্য। তাই হোমিওপ্যাথিতে রোগের নাম ধরে চিকিৎসা হয় না। বরং চিকিৎসা হয় প্রত্যেক রোগীর লক্ষন সমষ্টি অনুসারে। এই জন্যই বলা হয় - রোগের নয়, রোগীর চিকিৎসা। 

Treat the patient and not the disease 

 বিস্তারিত এই ভিডিওতে 


Homeopathic law of cure

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall