laws of cure 

 আরোগ্যের আসল রহস্য

আপনি জটিল রোগ নিয়ে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন তার চেম্বার এলোপ্যাথিক ফাইলের মতো ইউনানি ও আয়ুর্বেদিক নানা রকমের প্যাটৈন্ট ফাইলে ভর্তি। প্রথম দেখায় বুঝতেও কষ্ট হয় - এটা হোমিওপ্যাথিক নাকি এলোপ্যাথিক চিকিৎসকের চেম্বার। তিনি রোগীকে একসাথে কয়েকটি ওষুধ দেন । এরমধ্যে মাদার টিংচার, তিন চারটি শক্তিকৃত ওষুধ, মিশ্র ওষুধ, প্যাটেন্ট ফাইল সব‌ই আছে। 

Law of cure in homeopathy 

এই চিকিৎসক আসলে রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত সদৃশ ওষুধটি নির্বাচন করতে না পেরে অন্ধকারে ঢিল ছুড়েন। জটিল রোগীর চিকিৎসায় এই পাঁচমেশালি ওষুধ প্রয়োগে কোন উপকারতো হয়‌ই না, বরং রোগলক্ষনগুলো বিকৃত হয়ে যায়। জটিলতর পরিস্থিতি সৃষ্টি হয়। রোগীর কষ্ট আরও বাড়ে। তার প্রকৃত আরোগ্যের পথ আরও কঠিন হয়

Homeopathic law of cure



হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির সুনির্দিষ্ট কতগুলো নীতিমালা রয়েছে। এই নীতিমালা গুলো শুধু একবার দুইবার নয়, শত বার, হাজার বার সঠিক প্রমাণিত হয়েছে এবং এখনো হচ্ছে। এরমধ্যে রয়েছে -
১/ সদৃশ ওষুধ
২/ একবারে একটিমাত্র ওষুধ
৩/ শক্তিকৃত ওষুধ
৪/ সূক্ষমাত্রায় ওষুধ প্রয়োগ 
 
যে চিকিৎসক নীতিমালাগুলো যথাযথভাবে অনুসরণ করে রোগীর চিকিৎসা করেন, তিনিই চমৎকার সাফল্য লাভ করেন। রোগী লক্ষ লক্ষ টাকা খরচ করেও যেখানে সুস্থ হতে পারেনা, এমন সব মেডিকেল ফেরত জটিল রোগে আক্রান্ত রোগীগুলোও আরোগ্য লাভ করে।


দেশ-বিদেশের এমন হাজারো ঘটনা পাবেন, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন আরোগ্য সাধিত হয়েছে, যা অবিশ্বাস্য, অকল্পনীয়। এমন মিরাকল ঘটনা খিচুড়িপ্যাথিতে হয় নাই। পাঁচমেশালি এক বস্তা ওষুধ প্রয়োগে হয় নাই। বরং হয়েছে শক্তিকৃত একটি মাত্র সদৃশ ওষুধের সূক্ষ্মমাত্রায় প্রয়োগে।
আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করুন।

Laws of homeopathy


বিস্তারিত এই ভিডিওতে ...


 

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall