healthcare helpline

রোগী পর্যবেক্ষনের গুরুত্ব

আমাদের সবারই পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে এই কথার প্রমান আছে। কেউ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলেন । কিন্তু প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার সাহেব জানালেন আপনার কোন সমস্যা নেই। রিপোর্ট সব ওকে।
 
কেমন হলো বিষয়টি ? কোন সমস্যা না থাকলে কি আর মানুষ শখে হাসপাতালে বা ডাক্তারের কাছে যায়। আসলে রোগীকে শুধু যন্ত্রের চোখে না দেখে নিজের চোখে দেখলে অনেক সমস্যাই নজরে আসে। রিপোর্ট স্বাভাবিক হলেই মানুষ সুস্থ হয় না

 Importance of Patient observation

যেকোন রোগ রোগীর দেহ-মনে লক্ষন আকারে প্রকাশ পায়। রোগীর দেহ-মনের যেকোন অস্বাভাবিক অবস্থা ‌হোমিওপ্যাথিক চিকিৎসককে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। কখনো কখনো এমন সুস্পষ্ট লক্ষন প্রকাশ পায়, যা নির্দিষ্ট একটি ওষুধকে‌ই নির্দেশ করে। 
 
 
এলোপ্যাথি রোগের চিকিৎসা করে । তাই রোগীর ঠান্ডা ভালো লাগে, নাকি গরম ভালো লাগে, লবন কম খায়, না বেশি খায় -রোগীর এইসব বিষয়ের কোন‌ই মূল্য নেই। কিন্তু হোমিওপ্যাথি রোগীর চিকিৎসা করে। এইজন্য একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে এগুলো অত্যন্ত মূল্যবান। তিনি রোগীর দেহ ও মনের ভাষা বুঝার চেষ্টা করেন। এগুলোর মাধ্যমে তিনি রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধ নির্বাচন করতে পারেন। 

 why patient assessment is important

একবার এক মা তার কিশোরী মেয়েকে নিয়ে আমার চেম্বারে এসেছিলেন। মেয়েটির চর্ম রোগের সমস্যা। চর্ম রোগের জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে। তাকে কোন ওষুধ দিব। তার চর্ম রোগের লক্ষণগুলো সংগ্রহ করলাম । সাথে অন্যান্য বিষয়গুলো আলোচনা করার সময় তার মা বললেন, মেয়েটি এই গরমের দিনেও কাথা গায়ে দিয়ে ঘুমায়। মায়ের এই কথা আমাকে ওষুধ নির্বাচন সহজ করে দিল। আমি তাকে Psorinum 1m দিলাম। কারণ সোরিনামের রোগীর মধ্যে এইরকম শীতকাতরতা বিদ্যমান।
 
 
এক মাস পর তারা আবার এলেন। চর্মরোগ অনেকটাই ভালো হয়ে গেছে । সেই সাথে মা জানালেন, মেয়েটি এখন অর্ধেক কাঁথা গায়ে দেয়। আগে সারা গায়ে কাঁথা থাকতো, এখন কোমড় পর্যন্ত থাকে। আর এক মাসের ওষুধ দেওয়ার পর সে গরমের সময় আর কাঁথা গায়ে দেয়নি। চর্ম রোগ সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছিল।

 importance of patient case history

এইজন্য বলি, পরীক্ষার রিপোর্টে যদিও বলে কোন সমস্যা নাই, সেখানেও হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো কিছু করার সুযোগ আছে।

how can we see patient more efficiently

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall