Homeo medicine for perspiration


 ঘাম কি 

মানবদেহের ত্বকে প্রায় ২০ থেকে ৪০ লক্ষ ঘাম গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে যে লবনাক্ত স্বচ্ছ তরল ত্বকের বাইরে বেরিয়ে আসে তাকে‌ই ঘাম বলে। 

 

মানুষ ঘামায় কেন

ঘাম নিঃসরণ একটি স্বাভাবিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া ।এর মাধ্যমে শরীর বাড়তি তাপ হারিয়ে শীতল হয়। এর মাধ্যমে শরীর থেকে কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। তাই ঘাম নিঃসরণ উপকারী।

 

অতিরিক্ত ঘামের কারণ

  ঘাম নিঃসরণ এর পরিমাণ সকলের ক্ষেত্রে সমান হয় না। কেউ কম ঘামায়। আবার কেউ বেশি ঘামায়। তবে কিছু মানুষের ঘাম হয় মাত্রাতিরিক্ত। ‍ স্বাভাবিক আবহাওয়ায় কোনরকম পরিশ্রম না করেও ঘামে সারা শরীর ভিজে যায় । 

বিভিন্ন কারণে অতিরিক্ত ঘাম হতে পারে। যেমন - 

১/ মানসিক উত্তেজনা রাগ ভয় উদ্বেগের কারণে ঘাম বেড়ে যেতে পারে।

২/ ডায়াবেটিস রোগীদের হাইপোগ্লাইসেমিয়া হলে অর্থাৎ রক্তের সুগারের পরিমাণ স্বাভাবিক থেকে কমে গেল।

৩/ দীর্ঘমেয়াদি ডায়াবেটিস রোগীদের স্নায়বিক সমস্যা দেখা দিল।

৪/ থাইরয়েড গ্রন্থির সমস্যায় বেশি ঘাম হয়। 

৫/ নারীদের মেনোপজ হলে অর্থাৎ মাসিক রজ:স্রাব স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর অতিরিক্ত ঘামতে দেখা যায়। 

 ৬/ শারীরিক দুর্বলতা থেকেও ঘাম বেশি হয়

৭/ অনেক সময় কিছু ওষুধের প্রভাবেও ঘাম বেশি হয়।

 আর‌ও অনেক অজানা কারণে অতিরিক্ত ঘাম হতে পারে  


আর‌ও পড়ুন :  হরমোনের সমস্যা দূর করার উপায়   


অতিরিক্ত ঘামের হোমিওপ্যাথি চিকিৎসা

     মাত্রাতিরিক্ত ঘাম দেহের সাম্যাবস্থার বিশৃঙ্খলার বহি:প্রকাশ। দেহে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে অনেকগুলো কার্যকরী ঔষধ রয়েছে। যেমন -

Antim tart

Arsenic

Aurum mur nat

Belladonna

Bryonia

Calcarea carb

Carbo animalis

Carbo veg

Carboneum sulp

Cedrin

China

Chininum ars

Chininum sulp

Ferrum ars

Ferrum met

Hepar sulp

Jaborandi

Kali ars

Kali bicrom

Kali carb

Kali phos 

Lycopodium

Merc sol 

Natrum mure 

Phosphoric acid 

Psorinun 

Sambucus 

Sepia 

Silicea 

Tuberculin 

Veratrum album  


আর‌ও পড়ুন : ঘামের দুর্গন্ধ দূর করার উপায়

 

       এগুলো সব‌ই শরীরে অতিরিক্ত ঘামের প্রথম শ্রেণীর ঔষধ। এরপর দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির ঔষধ‌ও আছে অনেক।

একজন দক্ষ যোগ্য বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর মানসিক, সার্বদৈহিক ও আঙ্গিক সব লক্ষন পর্যবেক্ষণ করে তার জন্য সবচেয়ে উপযোগী একটিমাত্র ঔষধ নির্বাচন করে সূক্ষ্ণ মাত্রায় প্রয়োগ করেন। এর ফলে রোগীর দেহে শৃঙ্খলা ফিরে আসে এবং তার ঘামের পরিমাণ স্বাভাবিক হয়ে আসে।


আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall