homeopathy works fast or slowly

হোমিওপ্যাথি কি আসলেই আস্তে কাজ করে ! 

 
আমার এক ছাত্র হঠাৎ একদিন ফোন করে জানালো তার মা খুব অসুস্থ। ঢাকার বড় হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা করে বড় ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে অনেক দিন ধরে ওষুধ খেয়েছেন। প্রথমে কিছু উপকার মনে হলেও এখন আর ওষুধে কোন কাজ হচ্ছে না। তাই তার জন্য এখন হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন ব্যবস্থা আছে কিনা তা জানতে চায়। 
 
আমি রোগীর বর্তমান অবস্থা জানতে চাইলে সে সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগূলো পাঠালো। দেখলাম নিখুত সব পরীক্ষা। এরপর তার মায়ের সাথে সরাসরি কথা বলে প্রথম থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত বিস্তারিত লক্ষন সংগ্রহ করলাম। 

 Is homeopathy a slow process

 
ওনার প্রধান সমস্যা- হাঁটতে পারতেছেন না
কোমরে প্রচন্ড ব্যাথা ডান সাইড, জ্বলে
পা অবশ হয়ে আসে, হাটার শক্তি থাকে না
রানের জয়েন্টে ব্যাথা, মাংসে ব্যাথা
কারেন্টে ধরার মতো পা ঝিমঝিম করে
দুই পায়ের তালু ও গোড়ালি অবশ
কোমর থেকে পায়ের তালু পর্যন্ত ঠান্ডা, কিছুতেই গরম হয় না।
পরীক্ষার রিপোর্টে জানা গেছে ওনার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে
তিনি গরম পানি খান
গরম পানি দিয়ে গোসল করেন
কোমরে গরম পানি ভালো লাগে
ওনার পিত্তথলি নাই, অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে
হাইপ্রেশার
ডায়াবেটিস আছে
আরও অনেক কথা
আমি ওষুধ নির্বাচন করলাম Arnica 10m
কারন তিনি আগে কয়েকবার বাথরুমে পড়ে গিয়েছিলেন। শেষবার গত ছয় মাস আগে বাথরুমে পড়ে কোমড়ে প্রচন্ড আঘাত পেয়েছিলেন। 

 is homeopathy slow

 
আলহামদুলিল্লাহ 
এক সপ্তাহ পরেই আমার ছাত্র ফোনে জানালো, তার মায়ের যথেষ্ট উপকার হয়েছে।
তার শরীরের নিচের অংশ আস্তে আস্তে গরম হ‌ইতেছে।
গোসল করতে এখন আর গরম পানি লাগে না
কোমর ব্যথা অনেক কমেছে।
পায়ের পাতার ব্যাথা কমেছে। 
 যিনি হাটতে পারতেন না, তিনি এখন পুকুরে সাঁতার কাটেন । 
 
এরপর‌ও কিভাবে বলি, হোমিওপ্যাথি আস্তে আস্তে কাজ করে। 
 

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall