medicine selection

কিভাবে ঔষধ বাছাই করতে হয়

৫২ বছর বয়সী একজন মহিলা রোগীর পেটে ব্যথা। খাওয়ার পর থেকেই পেট ফুলে থাকে।
 
তার লক্ষনসমূহ :
১! সন্দেহ পরায়ন
২! সহজেই বিরক্ত হয়
৩! ভিড়ের মধ্যে ভয় হয়
৪! ভয় হয় কিছু হবে
৫! অন্ধকারে ভয় হয়
৬! ডাকাতের ভয় হয়
৭! দম বন্ধ হয়ে যাওয়ার ভয় 

 Remedy selection process

 
৮! অন্যদের জন্য দুশ্চিন্তা হয়
৯! বজ্র-বৃষ্টির সময় বৃদ্ধি
১০! বসন্ত কালে বৃদ্ধি
১১! চর্বি অপছন্দ
১২! টক অপছন্দ
১৩! লবনাক্ত খাবার পছন্দ
১৪! মিষ্টি খাবার পছন্দ 
 
রেপার্টরাইজেশন করা হলো। তালিকায় শীর্ষে অবস্থান করছে চারটি ওষুধ।
Phosphorus ১১টি লক্ষণে পেল ২১ পয়েন্ট।
Sulphur ১১টি লক্ষণে পেল ১৯ পয়েন্ট।
Lycopodium ৮টি লক্ষণে পেল ১৭ পয়েন্ট।
Arsenic alb ৮টি লক্ষণে পেল ১৬ পয়েন্ট।
 
অভিজ্ঞ চিকিৎসক এখান থেকেই সবচেয়ে উপযোগী ওষুধটি বাছাই করবেন। 

 How to choose a homeopathic remedy

 
এই রোগী শীতকাতর। তাই গরমকাতর ওষুধ Sulphur ও Lycopodium বাদ দিলেন। তালিকায় র‌ইল আর দুটি ওষুধ - Phosphorus ও Arsenic । রোগীর পাকস্থলীতে গোলযোগ আছে এবং গরম কিছু পানে উপশম বোধ করে। কিন্তু Phosphorus শীতল পানীয় পান করে ও তাতে উপশম বোধ করে। তাই Phosphorus কে বাদ দেয়া হলো। রোগীর জন্য নির্বাচিত ওষুধ Arsenic ।
 
এখানে লক্ষনীয় বিষয় হলো Phosphorus সর্বোচ্চ মান পেলেও মেটেরিয়া মেডিকা যাচাই করে Arsenic নির্বাচন করা হয়েছে। এতেই রোগী কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ আরোগ্য লাভ করে।

Remedy selection process

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall