Use of technology in homeopathic treatment


চিকিৎসা প্রযুক্তির সুবিধা

 
হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি মানবজাতির জন্য মহান আল্লাহর অশেষ রহমত। এই পদ্ধতিতে একজন রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে। সে তার পূর্বের স্বাস্থ্য ফিরে পায়। এর জন্য চিকিৎসককে অনেক কিছু বিবেচনা করে সবচেয়ে সদৃশ ঔষধ নির্বাচন করতে হয়।

 রোগী তার রোগের প্রাথমিক অবস্থায় রোগের প্রকৃত লক্ষন নিয়ে হাজির হয় না। অধিকাংশ সময়ই নানারকম বিসদৃশ ভুল ঔষধ দীর্ঘ দিন সেবন করে রোগের লক্ষন বিকৃত হয়ে যায়। তখন তার জন্য সবচেয়ে উপযুক্ত সদৃশ ঔষধটি নির্বাচন করা একজন প্রকৃত যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য‌ও যথেষ্ঠ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা জানি, রোগীর সুস্থতার জন্য সদৃশ ঔষধ নির্বাচন ব্যতিত অন্য কোন উপায় নেই। এখন করনীয় কী ? 

 Benefits of technology in healthcare

 

রোগীর কোন একটি লক্ষন কোন কোন ঔষধের মধ্যে আছে তা রেপার্টরিতে লিপিবদ্ধ আছে। এইভাবে প্রতিটি লক্ষনের‌ই ঔষধ তালিকাভুক্ত আছে রেপার্টরিতে। এই তালিকা চিকিৎসককে সঠিক ঔষধ নির্বাচনে সহায়তা করে। তাই সদৃশ ঔষধ নির্বাচনের লক্ষ্যে রেপার্টরির ব্যবহার হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পর থেকেই। পুস্তক আকারে প্রকাশিত এসব রেপার্টরি প্রথম দিকে তেমন উন্নত মানের না হলেও পরবর্তীতে অনেক উন্নত মানের রেপার্টরি প্রকাশিত হয়েছে। বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগন তাদের জটিল সব রোগীর চিকিৎসায় এই রেপার্টরি ব্যবহার করে আসছেন। 


সব ক্ষেত্রের ন্যায় এখন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা ও রেপার্টরির‌ও বিভিন্ন সফটওয়্যার তৈরি হয়েছে। অনেক চিকিৎসক‌ই এখন এসব সফটওয়্যার ব্যবহার করছেন। সফটওয়্যার সঠিক ঔষধ নির্বাচন করে না। বিজ্ঞ চিকিৎসক‌ই সফটওয়্যারের সহায়তা নিয়ে সবচেয়ে সদৃশ উপযুক্ত ঔষধ নির্বাচন করেন। 
 
বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র যেমন উচ্চতর গণিতের বা পদার্থ বিজ্ঞানের সমস্যা সমাধানের সময় ক্যালকুলেটর ব্যবহার করে। উন্নত সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সে সমস্যার সমাধান করে। ক্যালকুলেটর সমস্যার সমাধান করে না। ক্যালকুলেটর সঠিকভাবে ব্যবহার করে ছাত্র‌ই সমস্যার সমাধান করে। ক্যালকুলেটর তাকে সহায়তা করে মাত্র। ছাত্র যদি ক্যালকুলেটর সঠিকভাবে ব্যবহার করতে না জানে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয় না। 
 
ঠিক তেমনিভাবে, হোমিওপ্যাথিক চিকিৎসক যদি সফটওয়্যার সঠিক ভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে ঔষধ নির্বাচন‌ও সঠিক হয় না। এরজন্য চিকিৎসককে অনেক যোগ্য এবং দক্ষ হতে হয়। 

 Healthcare technology

 
যোগ্য ও দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক জটিল রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত ঔষধ নির্বাচনে রেপার্টরি সফটওয়্যার সঠিকভাবে ব্যবহার করেন। তিনি এর সহায়তা নিয়ে নিজের হোমিওপ্যাথিক জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সঠিক ঔষধ নির্বাচন করেন। রোগী আরোগ্য লাভ করেন। 
 
আসুন আমরা মেটেরিয়া মেডিকা ও রেপার্টরির‌ পর্যাপ্ত জ্ঞান অর্জন করি। নিজেদেরকে যথেষ্ট যোগ্য ও দক্ষ করে গড়ে তুলি। রোগাক্রান্ত মানুষকে প্রকৃত আরোগ্য লাভে সহায়তা করে মানবকল্যাণে ভূমিকা রাখি।

Use of technology  in healthcare

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall