do not treat the disease

 রোগের নয়, রোগীর চিকিৎসা। কেন ?

যুবতী মেয়ে। সারা মুখে ব্রনের তীব্র আক্রমন। ব্রন দেখা দেয়, পাকে, পূজ হয়, ব্যথা করে, খুব চুলকায়। দীর্ঘ দিনের সমস্যা। বুঝতেই পারছেন, গালের কি অবস্থা। 
 
একেতো মেয়ে মানুষ, তা-ও আবার শিক্ষিত সৌখিন। এই অশান্তি থেকে বাঁচতে চেষ্টা কি আর কম করেছেন! বড় বড় হাসপাতাল, ডাক্তার সব দেখানো হয়ে গেছে। শেষে হোমিওপ্যাথিক ডাক্তার‌ও দেখিয়েছেন, ব্রনের চিকিৎসায় সাধারণত যেসব হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহৃত হয়, সেগুলো খেয়েছেন‌ও। কিন্তু ফলাফল হল সামান্য কিছুটা কমে, আবার যেই-সেই! 
 
 
কেন এমন হলো? এর মূল কারণ হলো, সবাই রোগের চিকিৎসা করেছেন, রোগীর চিকিৎসা কেউ করেন নাই। সবাই ব্রন নিয়ে চিন্তা করেছেন, কীভাবে এগুলোকে গাল থেকে সরানো যায়, কীভাবে এগুলোকে দূর করা যায়। কেউ চিন্তা করে নাই, যে মানুষটি ব্রনে আক্রান্ত, তার কী খবর। সে কেমন আছে ? সে যদি সুস্থ হয় তাহলেই কেবল তার সমস্যার স্থায়ী সমাধান হবে। 

 treat the patient not the disease

তার ব্রনের কথা শুনার পর আমি তার খবর জানতে চাইলাম। আসুন আমরা তার মুখ থেকেই শুনি, সে কেমন আছে - 
 
স্যার, আমার গরম সহ্য হয় না। 
রোদে আমার খুব কষ্ট হয়। আমি রোদে যেতে পারি না। 
আমার হাতের ও পায়ের তালু সারাক্ষণ জ্বলে। 
আর আমার সারা শরীর সবসময় খুব গরম থাকে। কেউ স্পর্শ করলে চমকে উঠে- জিজ্ঞেস করে আমার জ্বর নাকি। 
আবার রাতে রাতে আমার জ্বর আসে। 
আমার শরীরে এলার্জি খুব বেশি। 
মাথার চুল মনে হয় সব পড়ে গেছে। 
মেজাজ খুব কড়া, অল্পতেই রেগে যাই। 
 
এইবার বলেন, ব্রন রোগের চিকিৎসা করবেন, নাকি ব্রনে আক্রান্ত এই সালফার রোগীর চিকিৎসা করবেন ? বাস্তব কথা হলো, যতদিন পর্যন্ত সূক্ষমাত্রায় শক্তিকৃত সালফার প্রয়োগ করা না হবে, ততদিন পর্যন্ত সে সুস্থ হবেনা, তার ব্রন‌ও স্থায়ীভাবে দূর হবে না।

বিস্তারিত এই ভিডিওতে: 




আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall