beauty of homeopathy


বিস্ময়কর সুন্দর হোমিওপ্যাথি !

হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকায় Natrum mure নামক ওষুধটি পড়ার সময় এই লক্ষনটি দেখেছিলাম - মানুষের উপস্থিতিতে প্রস্রাব হয় না অর্থাৎ আশেপাশে মানুষ থাকলে প্রস্রাব করতে বসলে প্রস্রাব আসে না। তখন ভেবেছিলাম, এ আবার কেমন কথা ! এটা কি বাস্তব ! আসলে কি কোন মানুষের এমন হয় ! 
 
দুই দিন আগে মেটেরিয়া মেডিকার সেই লক্ষনের সত্যতা প্রমানিত হয়ে গেল। এক যুবক রোগী তার অনেক সমস্যার কথা জানালেন। সাথে প্রস্রাবের এই লক্ষনটিও জানালেন। আমি অবাক বিস্ময়ে ভাবলাম হোমিওপ্যাথির সৌন্দর্যের কথা। 
 
প্রায় সময়ই রোগীরা এমন সব বিস্ময়কর লক্ষনের কথা বলে, যেগুলো মেটেরিয়া মেডিকায় আগে থেকেই লিপিবদ্ধ আছে। হোমিওপ্যাথি আসলেই সত্য ও সুন্দর । 

 
হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকায় ওষুধের সব লক্ষন লিপিবদ্ধ আছে। কোন রোগির মধ্যে একটি ওষুধের সবগুলো লক্ষন প্রকাশ পায় না। বিভিন্ন রোগীর দেহ-মনে একটি ওষুধের বিভিন্ন লক্ষন প্রকাশ পায়।
 
একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর সার্বিক বিষয় বিবেচনা করে তার জন্য সবচেয়ে সদৃশ একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করেন। রোগী নির্মল আরোগ্য লাভ করেন।






আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall