Healthcare Helpline

একবারে একটিমাত্র ওষুধ

বিশ্বাস করুন। আবারো বলছি, একটি ওষুধেই উপকার হয়। কয়েকটি ওষুধ একসাথে দিলে রোগীর উপকার হয় না, ক্ষতি হয়। নিঃসন্দেহে রোগীর ক্ষতি হয়।

একবারে একটিমাত্র ঔষধ

আমার আত্মীয় তার চিকিৎসার জন্য একজন ডাক্তারের কাছে গেলেন।
তিনি শীতকাতর
তার সারা শরীর ব্যথা করে।
ঘাড়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে।
শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে।
ব্যথাগুলো ঠান্ডায় বাড়ে।
চুপচাপ থাকলে, বিশ্রামে থাকলে, রাত্রে বিছানায় ব্যথা বেড়ে যায়।
শরীর টিপলে, চাপলে, গরম প্রয়োগে ব্যথা কমে। নড়াচড়ায় ব্যাথা কম হয়।
স্থির থাকলে ব্যথা বেড়ে যায়।
 
 
অনেক দিনের অভিজ্ঞ ডাক্তার, হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক। কিন্তু আফসোস, তিনি রোগীকে একসাথে তিনটা ওষুধ দিলেন।
Arsenicum album 200,
Bryonia 200,
Gelsemium 200.

এখানেই শেষ না, তিনি রোগীকে ব্যথানাশক ট্যাবলেট‌ও দিলেন। এই ট্যাবলেট এক ইউনানী কোম্পানির। হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে, তিনি ইউনানী ট্যাবলেট‌ও রোগীকে দিলেন। কিন্তু ফলাফল কি হলো, রোগীর কোন উপকার হয়নি বরং ট্যাবলেট খাওয়ার পর তার মাথা ঘোরা শুরু হয়।


এরপর রোগীর সার্বিক লক্ষণ বিবেচনা করে আমি তাকে একটি মাত্র ওষুধ Rhus tox 1M দিলাম। আলহামদুলিল্লাহ রোগীর সার্বিক উপকার হলো।

তাই আপনাদের কাছে অনুরোধ, রোগীর চিকিৎসায় একবারে একটি মাত্র ওষুধ ব্যবহার করুন। এবং নিজের চিকিৎসায়‌ও একবারে একটি মাত্র ওষুধ সেবন করুন। ইনশাআল্লাহ উপকার হবে।

Law of single medicine at a time

বিস্তারিত এই ভিডিওতে ... 


Law of homeopathy

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall