symptom-based treatment

রোগের নাম ধরে নয় বরং রোগীর লক্ষণ অনুসারে চিকিৎসা 

মহিলা রোগী
বয়স 37 বছর
বাম কিডনিতে পাথর। অনেকদিন যাবত। আল্ট্রাসনোগ্রামে পাথর ধরা পড়েছে।
কিডনির স্থানে ব্যথা করে, ব্যথা সামনের দিকেও আসে।
অনেক সময় কোমরে প্রচন্ড ব্যথা হয়। বমি বমি ভাব হয়, বমি হয়ে যায়।

Symptom based treatment

কিডনিতে পাথরের নাম শুনলে স্বাভাবিকভাবেই কিছু ওষুধের দিকে আমাদের নজর পড়ে। যেমন- Berberis, Lycopodium, Sarsaparilla, Cantharis ইত্যাদি।


কিন্তু এই রোগীর লক্ষণ সমষ্টি নির্বাচনের জন্য তাঁর অন্যান্য শারীরিক মানসিক অবস্থারখোঁজখবর নিয়ে এই সমস্ত লক্ষণ গুলো পাওয়া গেল:
মেজাজ গরম। অল্পতেই রেগে যায়
গরম সহ্য হয় না
শরীরে প্রচন্ড জ্বালা পোড়া
চোখ জ্বলে, চুলকায়
ঘুম হয় না। ঘুম আসতে দেরি হয়
সারা শরীর সবসময় গরম থাকে
হাতের তালু, পায়ের তালু, মাথার তালু গরম থাকে
প্রস্রাবে জ্বালাপোড়া করে
স্ত্রী অঙ্গে চুলকায়
বিছানায় রাতে শরীর চুলকায়
রাতে রাতে জ্বর আসে
জুতা পড়তে ভালো লাগে না
খালি পায়ে ঠান্ডা ফ্লোরে ভালো লাগে
মিষ্টি খাবার পছন্দ
মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়, প্রচুর রক্ত যায়


লক্ষণ সমষ্টির বিবেচনায় তিনি পরিপূর্ণরূপে Sulphur এর রোগী। তাকে এক হাজার শক্তির ওষুধ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা একটি ভাল ফলাফল লাভ করবো।

হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক


বিস্তারিত এই ভিডিওতে .
..

লক্ষণ ভিত্তিক চিকিৎসা

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall