সাদা স্রাব

সাদা স্রাব / Leucorrhoea

 

 সাদা স্রাব কি

সাদা স্রাব বা লিউকোরিয়া এক প্রকার ঘন সাদাটে তরল, যা যোনি পথে নির্গত হয়। ইহা মেয়েদের একটি সাধারণ বিষয় । স্বাভাবিক সাদা স্রাব  যোনিকে আর্দ্র ও পিচ্ছিল রাখে এবং যোনিতে জীবাণুর সংক্রমণে বাধা দেয়। 

 

সাদা স্রাব দেখতে কেমন

নাম সাদা স্রাব হলেও সবার এই স্রাব সাদা হয় না। কারো হয় ডিমের লালার মতো স্বচ্ছ। আবার কারো হয় দুধের মতো সাদা, কারো হালকা হলুদ আবার কারো সবুজাভ ইত্যাদি নানান ধরনের স্রাব নির্গত হয়। কারো স্রাব ঘন পিচ্ছিল আবার কারো স্রাব পানির মতো পাতলা।

একজন নারীর বয়ঃসন্ধি কাল থেকে শুরু করে মাসিক রজ:চক্র স্থায়িভাবে বন্ধ হ‌ওয়া পর্যন্ত হরমোনের তারতম্যের ভিত্তিতে এই স্রাব নির্গত হয়। 

পানির মতো স্রাব কেন হয়

সাদা স্রাব কেন হয়

হরমোনের পরিবর্তন, ডায়াবেটিস, রক্তশূন্যতা ইত্যাদি কারনে অতিরিক্ত সাদা স্রাব নির্গত হয়

 নারীর মাসিক চক্রের ওপর নির্ভর করে তার স্বাভাবিক স্রাব, রঙ, পরিমাণ ও ঘনত্ব। তাই একেক সময় একেক ধরনের স্রাব নির্গত হয়। 


 সাদা স্রাব এর ক্ষতিকর দিক

অস্বাভাবিক সাদা স্রাব ...

১/ মাত্রাতিরিক্ত পরিমানে নির্গত হয়
২/ অনেক সময় এর রঙ পরিবর্তন হয়। হলুদ, সবুজ, বাদামি বা ধূসর বর্ণের স্রাব নির্গত হয়।
৩/ দুর্গন্ধযুক্ত স্রাব হয়।
৪/ স্রাব পানির মতো পাতলা অথবা আঠালো হয়।
৫/ যোনিতে চুলকানি হয়, জ্বালাপোড়া হয়।
৬/ শরীর দুর্বল হয়ে পড়ে, ওজন কমতে থাকে
৭/ সহবাসের সময় ব্যাথা করে
৮/ মানসিক অশান্তির সৃষ্টি হয়
 ৯/ কাজে মন বসে না
১০/ সব সময় নিজেকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়। 

 

আর‌ও পড়ুন : সাদা স্রাবের হোমিও চিকিৎসা

  

সাদা স্রাবের হোমিও ঔষধ

     সাদা স্রাবের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো অত্যন্ত কার্যকরী ওষুধ রয়েছে। এগুলো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। এই ওষুধগুলো সাদা স্রাবের অন্তর্নিহিত কারন মূলোৎপাটনে কাজ করে। 

যেমন - 

1. Sepia Officinalis,
2. Calcarea Carbonica,
3. Alumina,
4. Kreosotum,
5. Natrum Mur,
6. Hydrastis Canadensis
7. Iodum

 একজন যোগ্য দক্ষ প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর লক্ষণ অনুযায়ী সবচেয়ে উপযোগী সদৃশ একটিমাত্র ওষুধ নির্বাচন করেন। এরপর সেই ওষুধটি শক্তিকৃত অবস্থায় সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করেন। ফলে রোগী সত্যিকার অর্থেই স্থায়ীভাবে আরোগ্য লাভ করে।

সাদা স্রাবের ঔষধ


Life Helpline

Dr. Nasir Uddin
01816885341 
#lifehelpline

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall 
 সাদা স্রাব কি, সাদা স্রাব কেন হয়, সাদা স্রাব এর ক্ষতিকর দিক, সাদা স্রাব দেখতে কেমন, সাদা স্রাব এর ঔষধ কি