best homeopathic medicine for Leucorrhoea

Best homeopathic medicine for Leucorrhoea

অস্বাভাবিক সাদা স্রাবের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো অত্যন্ত কার্যকরী ঔষধ রয়েছে। এগুলো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। এই ঔষধগুলো মাত্রাতিরিক্ত সাদা স্রাবের অন্তর্নিহিত কারন মূলোৎপাটনে কাজ করে। ফলে রোগী সত্যিকার অর্থেই স্থায়ীভাবে আরোগ্য লাভ করে।

  সর্বাধিক ব্যবহৃত সেরা ওষুধগুলো হলো ... Alumina, Calcarea carb, Hydrastis can, Kreosote, Natrum mure and Sepia 

Best homeopathy medicine for white discharge

১. Alumina :

যৌনাঙ্গে মারাত্মক জ্বালাপোড়া, চুলকানির হয়

যোনি থেকে নির্গত স্রাব অত্যন্ত তীক্ষ্ণ এবং স্বচ্ছ 

 ঠাণ্ডা পানি দিয়ে যৌনাঙ্গ ধুয়ে নিলে জ্বালা পোড়া কমে

স্রাব খুব বেশি হয় এবং এমনকি পায়ের গোড়ালি  পর্যন্ত যায়

মাসিকের সময় যোনিপথের স্রাব আরও খারাপ হয়

মাসিকের পরে রোগী শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে

অ্যালুমিনা রোগী সাধারণত দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যে ভোগেন, এমনকি মলত্যাগ না করে অনেক দিন চলে যায়। 

সাদা স্রাবের হোমিও চিকিৎসা

২. Calcarea carb :

স্ত্রী জননাঙ্গে  চুলকানি হয়

দুধের মতো সাদা যোনি স্রাব

পরিশ্রম করার সময় বা প্রস্রাব করার সময় বের হয়

ছোট মেয়েদের লিউকোরিয়াতেও খুব ভালো ফলাফল নিয়ে আসে যারা মাথায় অতিরিক্ত ঘাম দেয় এবং খুব ঠান্ডা অনুভব করে 

ক্যালকেরিয়া কার্ব রোগী ফর্সা এবং স্থূলকায়

সিদ্ধ ডিম এবং চক, পেন্সিল এবং চুনের মতো অপাচ্য জিনিসগুলির জন্য একটি অস্বাভাবিক ক্ষুধাও থাকতে পারে।

সাদা স্রাবের হোমিও ঔষধ

৩. Hydrastis can:

যোনিতে অত্যধিক চুলকানি হয়
যোনিপথে হলুদ, পুরু স্রাব লম্বা দড়ির মতো ঝুলে থাকে। 

অতিরিক্ত চুলকানি সবসময় অনুভূত হয়। 

অনেক দুর্বলতা সহ মাসিকের পরপরই স্রাব আরও বেশি হয়।

মহিলাদের মধ্যে কিছু লিভারের অভিযোগ থাকে এবং তারা কোষ্ঠকাঠিন্যে ভোগে। 

সাদা স্রাব হোমিওপ্যাথিক চিকিৎসা

৪. Kreosotum:

 লিউকোরিয়া অত্যন্ত তীব্র, 

যৌনাঙ্গের ক্ষয়কারী চুলকানি ঘটায়

যোনি স্রাব হলুদ

মাসিকের মধ্যে অবস্থা আরও খারাপ হয়। 

দাঁড়িয়ে থাকলে স্রাব আরও খারাপ হয় এবং রোগী বসে থাকা বা শুয়ে থাকা অবস্থায় ভাল বোধ করেন।

সাধারণত এই রোগীদের দাঁতে পোকা থাকে, দাত কালো হয়ে যায় এবং ক্ষয় হয়ে যায় 

সাদা স্রাব হোমিও চিকিৎসা

৫. Natrum Muriaticum:

 যোনি স্রাব ঘন, সাদা এবং স্বচ্ছ হয়। 

হাঁটলে স্রাব আরও বেড়ে যায়। 

পেটে সংকোচনমূলক ব্যথা সাধারণত লিউকোরিয়ার সাথে থাকে। 

যে মহিলাদের এই ওষুধের প্রয়োজন হয় তারা প্রধানত রক্তশূন্য

তারা অতিরিক্ত লবণাক্ত জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে। 

সূর্যের তাপ রোগীদের অসহনীয়।

সাদা স্রাব হোমিও ঔষধ

৬. Sepia Officinalis:

 মহিলাদের মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পর দেহ থেকে অত্যধিক গরম ভাপ বের হয়,  ঘাম হয় এবং দুর্বলতা সহ লিউকোরিয়া নির্গত হয়।

যোনিপথে অত্যধিক চুলকানি হয়।

যোনিপথের স্রাব হলুদাভ সবুজ বর্ণের ।

শ্রোণীদেশে এমন অনুভূতি হয় যেন শ্রোণী অঙ্গগুলি ভিতর থেকে যোনিপথে বেরিয়ে আসবে। 

এই ওষুধের রোগী মহিলারা সাধারণত বিভিন্ন ধরণের মাসিক অনিয়মে ভোগে। 

তাদের মধ্যে চরম বিরক্তি দেখা দেয়

তারা পরিবার ও বন্ধুদের প্রতি উদাসীন আচরণ করে।

Best homeopathic medicine for white discharge


আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall