causes of diseases

 রোগের কারণ বন্ধ না হলে রোগী কখনো সুস্থ হবে না

শারীরিক মানসিক সুস্থতার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া দরকার। এখন যে লোক রাতে 4 টায় ঘুমায়। রাত বারোটার সময় মোবাইল নিয়ে বিছানায় যায়। মোবাইল দেখতে দেখতে রাত 4 টা।

আবার আরেক লোক এমন চাকরি করে যে তার সারাদিন টেনশন করতে হয়। একটু পরপর‌ই টয়লেটের বেগ হয়। এই লোকের যদি IBS হয়, কোন চিকিৎসায় সে সুস্থ হবে ? হাজার টাকা, লাখ টাকা সে নষ্ট করতে পারে। নানারকম প্যাথলজিক্যাল টেস্ট করে টাকা উড়াইতে পারে। আপনি নিশ্চিত থাকেন সে সুস্থ হবে না, যতক্ষণ পর্যন্ত অসুস্থতার কারন দূর না হবে।


আপনি হয়তো বলবেন, IBS তো পেটের সমস্যা, পৌষ্টিক নালীর সমস্যা, তার সাথে ঘুমের কি সম্পর্ক, টেনশনের কি সম্পর্ক ! আসলে মানুষের শরীর তো একটাই। এই শরীরের মধ্যে যত অঙ্গ আছে আর তন্ত্র আছে, এদের মধ্যে অবশ্যই আন্তঃসম্পর্ক বিদ্যমান। একজন যদি অসুস্থ হয়, অপরজন সুস্থ থাকতে পারে না। কাজেই একজন যদি প্রভাবিত হয়, তার কারণে অন্যজনও প্রভাবিত হবে । একজনের কারণে, এক অঙ্গের কারণে পুরা শরীর অসুস্থ হতে বাধ্য 

causes of disease 

যে বাচ্চাটা স্কুলে গিয়ে প্রতিদিন রাস্তার পাশের অস্বাস্থ্যকর ফুচকা ও এটা সেটা খায়। হোটেলের তেলে ভাজা খাবার খায়। প্রতিদিন খায় । তার পেটের সমস্যার চিকিৎসা কোনদিনই সফল হবে না। কখনোই সে সুস্থ হবে না, যতদিন পর্যন্ত তার এই অভ্যাসের পরিবর্তন না হবে।


এইজন্য সুস্থ থাকতে হলে অবশ্যই লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করতে হবে। সঠিক সময়ে খাওয়া, ঘুম, ইবাদত নিশ্চিত করতে হবে।

stop causes of disease

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
 
#classicalhomeohall