masturbationer bad effects

 Hastomoithuner bad effects

 হস্তমৈথুনের হোমিও চিকিৎসা

বর্তমান সমাজে হস্তমৈথুন এক মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এটি একটি মারাত্মক কুঅভ্যাস। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা নিজেদের অজান্তেই এই ভয়ঙ্কর কাজে জড়িয়ে পড়ে। 

হস্তমৈথুনের ঔষধ

 হস্তমৈথুন কী

নিজেই নিজের যৌনাঙ্গ উত্তেজিত করে আনন্দ লাভ করাই হলো হস্তমৈথুন বা স্বমেহন। 


হস্তমৈথুন কেন করে ? 

ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হলে স্বাভাবিকভাবেই তাদের শরীরে যোন চাহিদা বৃদ্ধি পায়। তখনই নৈতিক শিক্ষা না থাকায় ঈমানী শক্তির অভাবে শয়তানের কুমন্ত্রনায় এই ভয়ঙ্কর ব্যাধিতে জড়িয়ে পড়ে। সহজপ্রাপ্য ইন্টারনেটে নানারকম উত্তেজক ছবি অডিও ভিডিওর মাধ্যমে অনেকে এই কাজে উদ্বুদ্ধ হয়। অনেকে আবার তার বন্ধু বান্ধবের মাধ্যমে এই কাজে জড়িয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয় 


আরও পড়ুন : বীর্য ধরে রাখার সুবিধা  

 

হস্তমৈথুনের ক্ষতিকারক দিক

Bad Effects of masturbation

হস্তমৈথুনের কারণে সৃষ্ট সমস্যাগুলো ২ ধরনের

১/ মানসিক সমস্যা 

২/ শারীরিক সমস্যা 

 

হস্তমৈথুনের কারণে মানসিক সমস্যা 

অতিরিক্ত হস্তমৈথুনের ফলে ব্রেইনে চাপ সৃষ্টি হয়। ফলে তাদের আচরণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই কুঅভ্যাসের ফলে সৃষ্ট অকাল বীর্যপাতে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। তারা বিয়ে করতে ভয় পায়। সব সময় দুশ্চিন্তা তাদেরকে গ্রাস করতে থাকে। ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠে।

 হস্তমৈথুনের ক্ষতিসমূহ

হস্তমৈথুনের কারণে শারীরিক সমস্যা

১/ অতিরিক্ত হস্তমৈথুনের ফলে বীর্য পাতলা হয়ে যায়। তাই সহবাসের সময় বেশিক্ষণ আনন্দ করতে পারে না। অতি দ্রুত বীর্যপাত হয়ে যায়। ফলে স্বামী তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না। সাংসারিক জীবনে শুরু হয় অশান্তি। 

২/ অতিরিক্ত হস্তমৈথুনের ফলে বীর্যে শুক্রাণুর সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা অর্ধেক কমে গেলে সেই পুরুষ সন্তান জন্ম দানে অক্ষম হয়ে পড়ে।

৩/ পুরুষের যৌনাঙ্গ একেবারে দূর্বল হয়ে যায়। কারো লিঙ্গ শিথিল হয়ে নরম হয়ে যায়। আবার কারো লিঙ্গ ছোট হয়ে কুঁচকে থাকে। 

৪/ স্মরণ শক্তি আস্তে আস্তে কমে যায়, কোন কিছুই মনে থাকেনা । বিজ্ঞান বিভাগের ছাত্রকে দেখেছি শেষে বিজ্ঞান বিভাগ ত্যাগ করে মানবিকে ভর্তি হয়েছে। 

৫/ চোখের সমস্যা দেখা দেয়। দৃষ্টি শক্তি কমে যায়, ঝাপসা দেখে।  বসা থেকে দাঁড়ালে চোখে অন্ধকার দেখে। 

৬/ জননাঙ্গ এতটাই দুর্বল হয়ে যায় যে, সামান্য উত্তেজনাতেই লিঙ্গ থেকে তরল পদার্থ বের হয়। কোন মেয়ে মানুষের সাথে যৌন উত্তেজক কথা নয় সাধারণ কথা বললেও তরল বের হয়ে যায়।

৭/ লিঙ্গ অল্প সময়ের জন্য উত্তেজিত হয়ে আবার শিথিল হয়ে যায়। আর উত্তেজনাই হয় না।  কোন কোন পুরুষ সহবাসে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ে। 

হস্তমৈথুনের ক্ষতি কাটিয়ে উঠার উপায়

হস্তমৈথুন থেকে বাঁচার উপায়

হস্তমৈথুন শুরু করার পূর্বে কারই এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা থাকে না। তাই মনের আনন্দে বিপুল উৎসাহের সাথে কাজ চালিয়ে যায়।  কিন্তু একসময় যখন প্রচন্ড রকমের ক্ষতি হয়ে যায় তখন দিশেহারা হয়ে পড়ে।

 এজন্য আমাদের করণীয়

১/ নিজের ঈমানী শক্তি বৃদ্ধি করতে সচেষ্ট হতে হবে

২/ শয়তানের কুমন্ত্রনার বিষয়ে সজাগ থাকতে হবে

৩/ নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে 

হস্তমৈথুনের ক্ষতি পূরনের উপায়

হস্তমৈথুনের হোমিওপ্যাথি চিকিৎসা 

হস্তমৈথুনের কারণে মানসিক ও শারীরিক যে মারাত্মক ক্ষতি হয় তা পূরন করে পূর্বের স্বাস্থ্য ফিরে পেতে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে বেশ কতকগুলো কার্যকরী ওষুধ রয়েছে। প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এই ওষুধগুলো সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। 

 

 আর‌ও পড়ুন : যৌন রোগের হোমিও চিকিৎসা

হস্তমৈথুনের চিকিৎসা

বহুল ব্যবহৃত ওষুধগুলো হলো ...

1. Calc carb 

2. China 

3. Cocculus 

4. China 

5. Gelsemium 

6. Natrum phos 

7. Origanum 

8. Phosphoric acid 

9. Selenium 

10. Sepia 

11. Staphysagria 

12. Sulphur  ইত্যাদি

       প্রকৃত আরোগ্যের জন্য একজন যোগ্য দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক মহোদয়কে বিস্তারিত খুলে বলতে হবে। এরপর তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

হস্তমৈথুনের প্রাকৃতিক চিকিৎসা

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall