Homeopathic tonsil treatment

টনসিল কি

টনসিল হলো মানুষের গলবিলের দুই পাশে অবস্থিত এক জোড়া লসিকা গ্রন্থি।  দেহের রোগ প্রতিরক্ষা ব্যবস্থায় এদের ভূমিকা রয়েছে।  

 

টনসিলাইটিস 

জীবানুর আক্রমনে যখন টনসিল গ্রন্থিগুলো ফুলে যায় এবং ব্যাথা করে, তখন এই অবস্থাকে টনসিলাইটিস বলে। শারীরিক সক্ষমতা আর দূর্বলতার ভিত্তিতে টনসিলাইটিসের জটিলতা বিভিন্ন ধরনের হয়। কিছু মানুষের শরীরে ঠান্ডা একেবারেই সহ্য হয় না। তারা টনসিলাইটিসে আক্রান্ত হয় বেশি। 

 

টনসিল ফোলা কমানোর উপায়

টনসিল ফোলা কিংবা ব্যাথা কমানোর সত্যিকার উপায় হলো হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এর জন্য চমৎকার কার্যকরী ঔষধ আছে। যেমন -  Alumen, Baryta carb, Belladonna, Guajacum, Lac can, Merc sol, Merc dul, Nit acid, Psorinun, Silicea, Tuberculin ইত্যাদি।

   একজন দক্ষ যোগ্য প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর মানসিক সার্বদৈহিক ও আঙ্গিক লক্ষন বিবেচনা করে তার জন্য একটিমাত্র শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধ সূক্ষ্ণমাত্রায় প্রয়োগ করেন। রোগীর শরীর ঠিক হয়। সে টনসিলের কষ্ট থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করে। 


টনসিলের হোমিওপ্যাথি চিকিৎসা

 মহিলা রোগী
বয়স ৩৩ বছর

হঠাৎ করে টনসিলের ব্যথা শুরু হয়
প্রচন্ড ব্যথা
রোগী সহ্য করতে পারতেছে না
গলা বন্ধ হয়ে আসে
খাবার গিলতে পারে না
গলা থেকে লবণাক্ত পিচ্ছিল তরল আসে
গলা ব্যাথার সাথে জ্বর
প্রচন্ড অস্থিরতার কারণে প্রথমে এলোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে
5 দিন তিন বেলা করে এন্টিবায়োটিক ওষুধ খায়
গলা ব্যথা কমে, জ্বর ভালো হয়। 

 fast cure for tonsils

আরও পড়ুন : রোগের নয়, রোগীর চিকিৎসা ৩


কিন্তু যেদিন ওষুধ বন্ধ করলো, সেদিনই বিকাল থেকে আবার গলা ব্যথা জ্বর শুরু হয়
এবার আসলেন আমার কাছে
আমি তার লক্ষণগুলোকে পর্যবেক্ষণ করলাম 


এর আগে তার টনসিলের কোন সমস্যা ছিল না
কাজেই বুঝা যাইতেছে টনসিলার এই সমস্যা হল একটি তরুন রোগ।

টনসিলাইটিস এর হোমিওপ্যাথি চিকিৎসা

অল্প সময়ের মধ্যেই তার অশান্তি তীব্র আকার ধারণ করে
টনসিল লাল,
টনসিলের উপরে সাদা সাদা পদার্থ জমে আছে
টনসিল থেকে পূজ বের হইতেছে
আর সেইসাথে তার বমি বমি ভাব হইতেছে। বমি হয়েছে দুই বার ।


আমি সিন্থেসিস ইংলিশ রেপার্টরিতে তার লক্ষণগুলো নিয়ে রেপার্টরাইজেশন করলাম ।

অনেকগুলো ওষুধ আসলো, তার মধ্যে প্রথমেই এলো Belladona

আমি লক্ষ্য করলাম টনসিলের রোগীর জ্বর আসে । আর জ্বরের বিশেষ বৈশিষ্ট্য হলো, একটানা আসে না । জ্বর চলে যায়, আবার আসে। এইজন্য আমি বেলাডোনাকেই নির্বাচন করলাম । প্রয়োগ করলাম ২০০ শক্তিতে ।

আলহামদুলিল্লাহ
অল্প সময়ের মধ্যেই তার জ্বর গলা ব্যথা কমতে শুরু করলো। আর ওষুধ শেষ হওয়ার আগেই আল্লাহর রহমতে রোগী সম্পূর্ণ সুস্থ।  



 


আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall