হোমেওপ্যাথিক চিকিৎসা সঠিক
আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, 'মাগনা পাইলে মানুষ আলকাতরাও পকেটে লয়'। আসলে এর দ্বারা তার কি লাভ হবে, নাকি ক্ষতি হবে, সেই চিন্তাও করে না। বাস্তবতা হলো, শেষ পর্যন্ত এই ফ্রি পাওয়া জিনিস অনেক সময়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
আমরা দেখি, রাস্তায় কেউ যখন অসুস্থ হয়, তখন একজন বলে এটা করেন, আরেকজন বলে সেটা করেন । একজন বলে এই ঔষধ খান, আরেকজন বলে সেই ঔষধ খান। যেন সবাই ডাক্তার !!!
চিকিৎসার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়, অনেকে তার রোগের নাম বা দুই একটি লক্ষন বলেই ঔষধের নাম জানতে চায়। এইখানেও সেই রাস্তার মতোই অবস্থা। উদাহরণ স্বরূপ, একজন হয়তো বললো, আমার ফোড়া হয়েছে, কি ঔষধ খাবো? আর দেরি নয়, অমনি গড়গড় করে এক এক জন বিভিন্ন ঔষধের নাম বলা শুরু করলো। কেউ বেলাডোনা, কেউ হিপার সালফ, কেউবা মার্কসল ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য !!!
কোন লক্ষন ছাড়া, শুধু রোগের নাম শুনেই তিনি কি করে ঔষধের নাম বললেন ? এই রোগের জন্য কি হোমিওপ্যাথিতে এই একটি ঔষধই আছে ?
অনেকে আবার রোগীর কষ্ট একেবারেই সহ্য করতে পারে না !! তাই তাৎক্ষণিক রোগ ভালো করার জন্য একসাথে কয়েকটি ঔষধের নাম বলেন !!!
অবাক কান্ড কারখানা !!! তারা কেন এমন করেন ! রোগীর লক্ষনসমষ্টি অনুসারে তার জন্য ঔষধ নির্বাচন করতে হবে না ! উপকারের নামে তারা মূলত মানুষের ক্ষতি করেন। সেই সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিরও দূর্নাম সৃষ্টি করেন।
আরও পড়ুন : দ্রুত চিকিৎসা ১
যারা এইভাবে ঔষধের নাম জানতে চায়, তারা আসলে হোমিওপ্যাথি বুঝে না। চিকিৎসার নিয়মনীতি জানে না। ঔষধের নাম ফ্রি পেয়ে অনেকেই তা দোকান থেকে কিনে ইচ্ছামত খাওয়া শুরু করে। শেষ পর্যন্ত ভুল ঔষধ ভুলভাবে খাওয়ার পরিনাম হয় ভয়াবহ ।
হোমিওপ্যাথিক ঔষধ শক্তিকৃত ঔষধ। এগুলো এক একটি রোগ ধ্বংসকারী শক্তিশালী অস্ত্র। কাজেই এই ঔষধগুলো ব্যবহার করতে হবে যোগ্য দক্ষ চিকিৎসকের সঠিক পরামর্শ অনুসারে।
তাই আপনার রোগের সঠিক চিকিৎসার জন্য আপনার কাছের বা দূরের একজন যোগ্য ও বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে বের করুন। তার সাথে সরাসরি সাক্ষাত করুন। তিনি হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুসারে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সদৃশ ঔষধটি নির্বাচন করে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার উপকার হবে ।
আপনার জন্য আমার শুভকামনা রইলো ।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন