fast treatment

 দ্রুত চিকিৎসা ১

 

মহিলা রোগী

বয়স ৩০ বছর  

শীতকাতর

টনসিলের সমস্যা

গলা দিয়ে আওয়াজ বের হয় না, কথা বলতে কষ্ট হয় 

 গলায় কফ জমে থাকে, শক্ত কফ বের হয়

অনেক সময় টনসিল থেকে শক্ত শক্ত জিনিস বের হয়ে আসে 

রাতে রাতে জ্বর আসে

অর্শের সমস্যা 7-8 বছর ধরে

অর্শের বলি একটা নতুন করে আরেকটা বের হইতেছে

মাঝে মাঝে ব্যথা করে 

পায়খানা কষ্ট হলে বেশি ব্যথা করে।

দুই তিন বছর আগে একবার রক্ত গেছিল।

বাচ্চা দুধ খাওয়ার সময় স্তনে ব্যথা করে, জ্বলে

রুচি কম, ঘুম কম,

 দুর্বলতা শরীর কাপে 

মাথাব্যথা করে গরমে, টেনশনে 

chronic disease treatment

আরও পড়ুন : চিকিৎসার সঠিক পদ্ধতি 


রোগী জানালেন, তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার  রিপোর্ট‌ও দেখালেন। 

রোগীর লক্ষণ গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। গলায় সমস্যা, সেই সাথে স্তনের সমস্যা। আমার মনে হলো তিনি Phytolacca-র রোগী। 

বাচ্চা স্তন পানের সময় ব্রেস্ট এর ভিতরে যন্ত্রনা হয় এই কথা ফাইটোলাক্কায় স্পষ্ট আছে। এরপরও অন্যান্য লক্ষণ গুলোর জন্য রেপার্টরাইজেশন করলাম। সেখানেও ফাইটোলাক্কাই প্রথম ওষুধ। 

রোগীকে এক হাজার শক্তির ওষুধ দিলাম। 

আলহামদুলিল্লাহ রোগী জানালো, গত দেড় বছরের চিকিৎসায় যেই উপকার হয় নাই, শুধু এই একবারের ওষুধেই সেই উপকার হয়েছে !  


আরও পড়ুন : হরমোনের ভারসাম্য রক্ষায় হোমিওপ্যাথি


তার সবগুলো সমস্যাই কমে গিয়েছিল। এজন্য অনেকদিন আর আসেন নাই। এরপর যখন আবার একটু সমস্যা দেখা দিয়েছিল তখন এসেছিলেন, আমি দশ হাজার শক্তির এই ওষুধ দিয়েছিলাম।

 আলহামদুলিল্লাহ তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

 আমরা আর কত দ্রুত চিকিৎসা চাই !

 How fast homeopathy works


আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall