Remedy selection process

হোমিও ঔষধ নির্বাচন

যৌন দুর্বলতা দূর করার জন্য হোমিওপ্যাথিতে কি কোন ঔষধ আছে ?
 উত্তর - আছে।
 কি নাম ? 
 
একটি দুটি নয় , এর জন্য অনেক ঔষধ আছে। যেমন - Acid phos, Agnus cast, Antim crud, Baryta carb, Caladium, Camphor, China, Conium, Graphites, Ignatia, Kali carb, Lycopodium, Phosphorus, Selenium, Sulphur ইত্যাদি ইত্যাদি। 
 
এই ঔষধগুলোর প্রত্যেকটিই অত্যন্ত কার্যকরী বলে শতশত বার প্রমানিত। তাহলে এগুলো খেলেইতো হবে !!! 
 
এখন প্রশ্ন হলো, এখান থেকে একটি খাবে নাকি এই সবগুলো ঔষধ‌ই খেতে হবে ? যদি সবগুলো খেলেই কাজ হয় তাহলে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি !!! 

 how to find homeopathic remedy

 
YouTube, Facebook আর Google search করলেই যেকোন রোগের ঔষধের তালিকা পাওয়া যায়। এরপর দোকান থেকে ঔষধ কিনে খেলেই হয় !!! 
 
বাস্তবতা হলো, একজন রোগীর দেহে অত্যন্ত কার্যকরী এই সবগুলো ঔষধ একসাথে কাজ করবে না। আবার যেকোন একটি খেলেও হবে না। 
তাহলে কি করতে হবে ? 
 
তার জন্য উপযুক্ত সবচেয়ে সদৃশ একটিমাত্র ঔষধ নির্বাচন করতে হবে।
 
  এইখানেই যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রয়োজনীয়তা। দক্ষ চিকিৎসক রোগীর মানসিক, সার্বদৈহিক ও আঙ্গিক সব লক্ষন পর্যবেক্ষন করে তার জন্য একটিমাত্র ঔষধ নির্বাচন করবেন। 
 
সঠিকভাবে নির্বাচিত এই ঔষধটি যে উপকার করবে তা রোগীর প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। এই উপকার আর কোনভাবেই সম্ভব নয়। 
 
 
সবচেয়ে সদৃশ ঔষধটি নির্বাচনের জন্য চিকিৎসক তার সমস্ত যোগ্যতা আর অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। 
প্রয়োজনে বিভিন্ন ব‌ই দেখবেন, 
মেটেরিয়া মেডিকা দেখবেন, 
রেপার্টরি দেখবেন এবং 
প্রয়োজনে সফটওয়্যারের সাহায্য নিবেন।
 
 উদ্দেশ্য একটাই, আর তা হলো - রোগীর জন্য সঠিক ঔষধটি নির্বাচন করতে হবে।

 How to find homeopathic medicine

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall