one medicine for many diseases

 রোগ অনেক কিন্তু ওষুধ একটি

পাঁচ জন রোগী পাঁচটি রোগ নিয়ে আসলেন ...
১! টিউমার
২! পুরাতন সর্দি
৩! ফিস্টুলা
৪! কান পাকা
৫! স্তনে সমস্যা 
 
চিকিৎসক সবাইকে Silicea দিলেন।
এমন কেন করলেন ? এটা কি ঠিক হলো ? 
 
হ্যা, এটাই হোমিওপ্যাথি । রোগের নাম কি, সেটা দেখার বিষয় না। লক্ষণ বিবেচনায় রোগী যে ঔষধের সদৃশ হবে তা-ই প্রয়োগ করতে হবে। 

 One cure for all diseases

 
যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক একজন রোগীকে সার্বিকভাবে বিবেচনা করেন। তার মানসিক, সার্বদৈহিক ও আঙ্গিক সব লক্ষন বিবেচনা করে একটি মাত্র ঔষধ নির্বাচন করেন। হাতের জন্য একটি, পায়ের জন্য আরেকটি কিংবা পাতলা পায়খানার জন্য একটি, বমির জন্য আরেকটি - এইভাবে কখনোই নয়।
 
কেউ যখন কোন রোগ নিয়ে চিকিৎসকের কাছে আসে, সেটা যেই নামের রোগ‌ই হোকনা কেন, রোগীর মধ্যে যদি এই লক্ষনগুলো থাকে -
১! শারীরিক ও মানসিক দৃঢ়তার অভাব
২! জীবনিশক্তিজাত উত্তাপের অভাব
৩! শীতকাতর, ঠান্ডায় তার সব কষ্ট বাড়ে
৪! কোষ্ঠকাঠিন্যের প্রবনতা
৫! পায়ের পাতায় দুর্গন্ধযুক্ত ঘাম
৬! ঠান্ডা খাবার ভালোবাসে
৭! দুধে অনিহা, দুধ সহ্য হয় না।
৮! সর্দি লাগলে আর নিরাময় হতে চায় না
তাহলে তার ঔষধ একটাই, আর তা হলো- Silicea. 
 
 
এইসব লক্ষন যাদের মধ্যে থাকবে, যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক তাদেরকে টিউমার, পুরাতন সর্দি, ফিস্টুলা, কানপাকা, স্তনের বোঁটা ভিতরে ঢুকে যাওয়া বা অন্য কোন রোগের জন্য Silicea-ই প্রয়োগ করবেন। কারন রোগের নাম ভিন্ন হলেও তারা সবাই Silicea-এর রোগী। 
 
শক্তিকৃত Silicea সূক্ষমাত্রায় সেবনে ইনশাআল্লাহ প্রত্যেকেই আরোগ্য লাভ করবে।

 one medicine for all diseases

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall