Sulphur homeopathic medicine

Sulphur homeopathic medicine

 #classicalhomeohall

         খনিজ মৌল Sulphur শক্তিকরন করে এই হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করা হয়।

সমনাম - Brimstone

Sulphur এর প্রধান লক্ষণ - 

1. গরম কাতর


2. গায়ে আবরণ রাখতে চায় না, গায়ে জ্বালা 


3.  জ্বালাপোড়া বিশেষ করে পায়ের তালুতে, রাতে অবশ্যই অনাবৃত করে রাখতে হয় 


4. শরীরের তুলনায় হাতের তালু ও মাথার তালু গরম 

 
5. ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে ভালোবাসে  


6. কৌতুহলী, তাত্ত্বিক, ব্যাখ্যাকারী ও উদ্ভাবনী 


7. অহংবোধ, গর্ব । অপমানিত ও বিব্রত বোধ করে 

 
8. চেহারার প্রতি উদাসীন, বিশৃঙ্খল, স্বার্থপর এবং বাঁচাল 


9. অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং অগোছালো 


10. নির্গত পদার্থে আপত্তিকর নোংরা গন্ধ  


আর‌ও পড়ুন : নাক্স ভমিকা হোমিও ঔষধ


11. গোসল করলে শরীর খারাপ লাগে 


12. দেহের সকল ছিদ্র, ঠোঁট, চোখের পাতা ইত্যাদি লাল 


13. পুরাতন চর্মরোগ, চুলকানি। চাপা পড়া চর্মরোগ 


14. মাথা ঝুকিয়ে বসে এবং হাটে  


15. খাওয়ার সময়ের পূর্বেই ক্ষুধা লাগে। ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না, অপেক্ষা করতে পারে না, দুর্বল বোধ করে 

 
16. খালি পেটে যন্ত্রণা দেখা দেয়, কিছু খেলে উপশম হয়  


17. খাবার গরম ভালোবাসে, মিষ্টি পছন্দ 


18. দুধে অনীহা, দুধ সহ্য হয় না 

 
19. প্রবল পিপাসা 

 
20. পাতলা মলত্যাগের ধাত। মলত্যাগের বেগে ঘুম ভেঙ্গে যায়   


আর‌ও পড়ুন : ঘামের দুর্গন্ধ দূর করার হোমিও ঔষধ

sulphur homeopathic remedy symptoms

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall