causes of failure in homeopathy

চিকিৎসায় ব্যর্থতার কারণ

একজন রোগী তার চর্মরোগে নিয়ে চিকিৎসকের কাছে আসলেন। তার রোগের লক্ষণ হলো ....
পায়ের আঙ্গুলে একজিমা এবং সেখান থেকে আঠালো রস নির্গত হয়
 
চিকিৎসক আঠালো রস দেখে বুঝতে পারলেন এটা Graphites এর লক্ষন। 
তিনি রোগিকে এই ওষুধ প্রয়োগ করলেন। 
কয়েক দিন পর রোগী এসে জানালো তার কোন উপকার হয়নাই। 

 Homeopathy failure

প্রশ্ন হলো, কেন উপকার হলো না ? 
 
 
আসলে, চিকিৎসক শুধু রোগের দিকে নজর দিয়েছিলেন কিন্তু তিনি রোগীর খবর নেন নাই।
তিনি যদি তার সম্পর্কে জানার চেষ্টা করতেন, তাহলে এই লক্ষনগুলো পেতেন ....
 
গরম সহ্য হয় না
নোংরা শরীর
কাপড় চোপড় অপরিষ্কার
গোসল করতে চায় না
ঘুম কম, বারবার ঘুম ভেঙ্গে যায়
হাত, পা মাথার তালু গরম, জ্বলে
সকাল ১১টার দিকে খুব খিদে হয়
প্রস্রাব পায়খানায় খুব দুর্গন্ধ।
 
এই লক্ষণগুলো Sulphur এর।
এখানে রোগের ওষুধ Graphites ,
কিন্তু রোগীর ওষুধ Sulphur 

 failure homeopathic remedy

 
যদি রোগের লক্ষণের দিকে তাকান তাহলে তার জন্য গ্রাফাইটিস নির্বাচিত হয়। কিন্তু রোগীর সার্বিক লক্ষণ পর্যবেক্ষণ করে দেখা গেল তিনি সালফারের রোগী।
 
বাস্তবতা হলো, Sulphur প্রয়োগে এই রোগী অতি অল্প সময়ে সত্যিকার অর্থে আরোগ্য লাভ করবে।
কারন রোগের নয়, রোগীর চিকিৎসা

 Causes of failure in homeopathy

আরও জানার জন্য -

YouTube : Classical Homeo Hall
 


ক্লাসিক্যাল হোমিও হল

Dr. Nasir Uddin
01816885341 
#classicalhomeohall